ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ পটুয়াখালী জেলায় একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি পটুয়াখালীর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।
র্যালিটি সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে এক আলোচনা সভায় বক্তারা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নূর কুতুবুল আলম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পটুয়াখালী। তিনি বলেন, "আমাদের সবাইকে মিলিতভাবে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। শুধু সরকারী প্রচেষ্টাই যথেষ্ট নয়, নাগরিক সমাজের অংশগ্রহণ খুবই জরুরি।"
অনুষ্ঠানে বক্তারা বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরেন। তারা পরিবেশবান্ধব জীবনযাপন, বৃক্ষরোপণ এবং দূষণ হ্রাসের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় কর্মকর্তা ও নাগরিকরা বিভিন্ন পরিবেশ সংক্রান্ত ইস্যুতে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে পটুয়াখালী সনাক এর সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম বলেন, "পরিবেশ রক্ষা করতে নাগরিক সমাজকে সরকারের পাশে থাকতে হবে। এটাই সময়ের দাবি।"
এছাড়াও অনুষ্ঠানে কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বোপরি পটুয়াখালী জেলার সচেতন নাগরিকরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছেন এবং ভবিষ্যতে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার করেছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news