হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
সবাই মিলে গড়বো দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ,এই স্লোগান মুখে নিয়ে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বুধবার উপজেলা অডিটরিয়াম হল রুমে দুর্নীতি বিরোধী বির্তক অনুষ্ঠিত হয়।
বির্তক প্রতিযোগিতায় সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয় শিশু নিকেতন চ্যাম্পিয়ান ও বামনডাঙ্গা শিশু বিদ্যানিকেতন ও কলেজ রানাস আপ হয়েছে।
উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বির্তকে অংশ গ্রহন করে। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফলগাছা উচ্চ বিদ্যালয় জাহিদুল ইসলাম জাহিদ । বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর লস্কর, উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। পরে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাজান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জাহিদুল ইসলাম, দুনীতি দমন কমিশনের রংপুর অফিসের উপ-সহকারি পরিচালক একে এম নূরে আলম, দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুর রশিদ, গোলাম রব্বানী, বাবলু মিয়া, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন বুলু, হারুন অর রশিদ, আসাদুল ইসলাম ,সুদীপ্ত শামীম ও জুয়েল রানা, প্রমুখ। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news