জাবেদ হোসাইন, হাটহাজারী
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি হাটহাজারী টু নাজিরহাট সড়কটি নিরাপদ করণে এবং উন্নয়নে যাবতীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন সড়ক ও জনপদ বিভাগকে। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দীন চৌধুরী এবং উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নোমান পারভেজ সাক্ষাত করতে গেলে এই নির্দেশনা দেন সাবেক মন্ত্রী।
হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম টু নাজিরহাট সড়ক ৬ লেইনে উন্নীতকরণ, হাটহাজারী বাসষ্ট্যান্ড এলাকার যানযট নিরসনের লক্ষ্যে ইউলুপ তৈরি, স্থায়ী একটি বাইপাস সড়ক নির্মাণের জায়গা নির্ধারণকরণে নির্দেশনা দিয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
হাটহাজারী-নাজিরহাট সড়কের ৬ লেইনের জায়গা পরিমাপ নির্দিষ্ট করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়কের উপর অবৈধ বাজার, ভাসমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করতে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন সাবেক মন্ত্রী, চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন হতে সপ্তম বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপ-নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news