ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ প্রায় পৌনে তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে রাত দেড়টার দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এসে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নিয়ে যাওয়ার পর আবার স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
রোববার রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গফরগাঁও রেলওয়ে স্টেশন পার হয়ে শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে হঠাৎই ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি ঐ স্থানেই আটকা পড়ে। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা ও ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের এটিএসআই কার্তিক রায় বলেন, “ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে আমরা রাত দেড়টার দিকে ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠাই। সেই ইঞ্জিনটি এসে আটকে থাকা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনকে ময়মনসিংহের দিকে নিয়ে যায়। এরপর স্বাভাবিক হয় এই রুটে ট্রেন চলাচল।”
তবে এই ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী অন্যান্য ট্রেনগুলোর সময়সূচি ব্যাহত হয়েছে। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাতের মধ্যে ধীরে ধীরে সব ট্রেনের সময়সূচি স্বাভাবিক হয়ে যাবে।
এমনই একটি অপ্রত্যাশিত ঘটনায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হলো। তবে খুব দ্রুতই রেলওয়ে কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগে রেল চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।