কুমিল্লা শহরের কুমিল্লা টাওয়ার হসপিটালের সামনে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন ফখরুল ইসলাম তুহিন (২২), ছাত্রদল নেতা। এছাড়া মাথায় আঘাত পেয়েছেন সবুজ নামে আরেক ছাত্রদল কর্মী। আহত দুইজনকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার রাত সোয়া ১১টার দিকে মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, লাকসাম রোডের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন যুবক ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা ঈশ্বরপাঠশালা গেট পর্যন্ত ১০/১২ রাউন্ড গুলি ছোঁড়ে এবং পরে ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়। এসময় দুপক্ষের সংঘর্ষে তুহিন গুলিবিদ্ধ হন এবং সবুজ মাথায় আঘাত পান।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার পর মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ওসি ফিরোজ হোসেন বলেন, "আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।"
এই সংঘর্ষের ঘটনায় কুমিল্লা শহরের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news