লক্ষ্মণ রায়, দেবীগঞ্জ, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জের ০৪ নং পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়- তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২ জুন) রাত সাড়ে এগারোটায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করলেন পরকীয়ায় অভিযুক্ত চেয়ারম্যান মনিভূষন রায়।
সংবাদ সম্মেলনে মনিভূষন রায় দাবি করেন, "আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগটি সদ্য সমাপ্ত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর পক্ষে ভোট করায় বিরোধীপক্ষের ষড়যন্ত্র। সাবেক মহিলা ইউপি সদস্যের সাথে আমার কোন পরকীয়া সম্পর্ক নেই। গণমাধ্যমে প্রকাশিত আমার ছবিটি বিরোধী কুচক্রী মহলের বানানো এবং সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার পরিকল্পনা মাত্র। এধরনের ছবি টেম্পারিং করে গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে ওই স্বার্থন্বেষী মহল আমাকে ডিজিটাল ব্ল্যাকমেইল করেছে এবং আমার মানহানি করেছে। আমি এই জঘন্যতম ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি"।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, " আমি একজন জনপ্রতিনিধি হওয়ায় এলাকায় আমার জনসম্পৃক্ততা রয়েছে, তারই অংশ হিসেবে সাবেক মহিলা ইউপি সদস্যের বাড়িতে যাওয়া"। এছাড়াও রাশেদা বেগমের বাসায় গ্রাম্যপুলিশ নিযুক্তকরনের বিষয়টি সম্পুর্নরুপে তিনি অস্বীকার করেন।
উল্লেখ্য যে, রবিবার বিকেলে পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগে চেয়ারম্যান মনিভূষন রায়ের পদত্যাগ ও শাস্তির দাবিতে পামুলী ইউনিয়নের এলাকাবাসীর একাংশ মানববন্ধন করেছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news