লক্ষ্মণ রায়, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে সাবেক ইউপি মহিলা সদস্যের সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে ইউপি চেয়ারম্যান এর পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পামুলী ইউনিয়ন এর সাধারণ জনগন।
রবিবার (২রা জুন) বিকেল ৫ টায় উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিভূষন রায়ের বিরুদ্ধে একই ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগমের সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে চেয়ারম্যান এর পদত্যাগ ও শাস্তির দাবিতে দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কে লক্ষীর হাট নামক স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সাথে চেয়ারম্যান মনিভূষন রায়ের অনৈতিক সম্পর্ক। রাশেদা বেগমের স্বামী কাঠালতলী গ্রামের আবু সাঈদ দীর্ঘ এক বছর বাড়িতে না থাকলেও মনিভূষন রায়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে জড়ানোর কারনে বর্তমানে রাশেদা ছয় মাসের অন্ত:স্বত্তা।
এর আগে গত শুক্রবার (৩১ মে) রাশেদা বেগমের স্বামী আবু সাঈদ দেবীগঞ্জ থানায় চেয়ারম্যান মনিভূষন এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবহিত করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, পরকীয়ার এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ওই ইউনিয়নের জনগনের মনে ক্ষুব্ধতার সৃষ্টি হয় এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে জনগন সোচ্চার হয়।
মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে চেয়ারম্যান মনিভূষন রায় এর অনৈতিক কার্যকলাপের জন্য পদত্যাগ ও শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, অভিযোগের সত্যতা জানতে সরেজমিন কাঁঠালতলী এলাকায় গেলে চেয়ারম্যান ও রাশেদার পরকীয়ার সম্পর্কের বিষয়ে একাধিক ব্যক্তি তা নিশ্চিত করেন।