জোবায়ের সাকিব, ঢাকা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চলাচলের নির্দেশ প্রদান করায় শুভেচ্ছা জানাতে শনিবার ১ জুন বিকাল ৩ টায় সমাবেশের আয়োজন করে জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ(ব্যাটারী চালিত) কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিল্পব বড়ুয়া,মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশে বক্তরা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী গরীরের কষ্ট বুঝে তার জন্য ব্যাটারী চালিত রিক্সা ভ্যান চলাচলের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীকে সবাই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। তারা আরও বলেন প্রধান সড়কে গাড়ি চালাবে না অলিগলিতে চালিয়ে জীবিকা নির্বাহ করবে। আর কাউকে চাঁদা দিবে না যারা চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনার ঝোর দাবি জানান।তারা সমাবেশ থেকে বেশ কিছু দাবি পেশ করেন তার মধ্যে অন্যতম- সরকার কর্তৃক নিবন্ধনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ আজাহার আলী,জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ (ব্যাটারী চালিত) কেন্দ্রীয় কমিটি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মোঃ মোতালেব হাওলাদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, মোঃ আমজাদ আলী খান, কার্যনির্বাহী সদস্য, জাতীয় শ্রমিক লীগ, মোঃ ইনসুর আলী,
এ্যাডভোকেট নূরুল আমীন রুহুল সহ অনেকে ।