মিঠুন সাহা, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের নির্দেশে উপজেলার বিভিন্ন পেট্রোল ও ডিজেল বিক্রেতাদের ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করেছেন পানছড়ি থানা পুলিশ।
শনিবার ( ১লা জুন ) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম।
এছাড়াও পেট্রোল দোকানগুলোতে সচেতন মূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। এতে পাম্প বিক্রেতাদের হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিউল আজম জনবহুল এলাকায় পেষ্টুন টানিয়ে এবং মোটর সাইকেলে ষ্টিকার লাগিয়ে দিয়ে সকলকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
তিনি আরও বলেন, সচেতনতাই পারে নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে। আসুন NO HELMET, NO FUEL এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করে নিজে বাঁচি, অন্যকে বাঁচায়।তাই আমরা খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা পানছড়ি থানা এলাকার বিভিন্ন ডিজেল ও পেট্রোল বিক্রাতাদের সচেতন মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news