জোবায়ের সাকিব, ঢাকা
গতকাল রোজ শুক্রবার ৩১ মে ২০২৪ ইংরেজি সন্ধ্যা সাতটা থেকে গান, কবিতা,আবৃতি, নাটক,নৃত্যে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন করছে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম,ঢাকা। মিরপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে তাদের পরিবেশনা তুলে ধরে। মিরপুরের ঋদ্ধি গ্যালারীর তৃতীয় তলায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে মিরপুরের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন "সাত্ত্বিক নাট্য সম্প্রদায় " তারা তাদের নিরীক্ষাধর্মী বিশেষ প্রযোজনা "রম্য ও রবীন্দ্রনাথ " পরিবেশনা করেন। নাট্যকর্মী শোভন বলেন- রবীন্দ্র- নজরুল জন্মজয়ন্তী এমন সুন্দরভাবে পালন করার সুযোগ করে দেওয়ার জন্য মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামকে অসংখ্য ধন্যবাদ। এই আয়োজনের মাধ্যমে আমরা রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্ম সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে পারছি।
অনুষ্ঠান দেখতে আশা দর্শকরা বলেন- আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথ নজরুলের কবিতা,গল্প,নাটক দেখতে পেলাম। অনুষ্ঠানটি বেশ ভালো লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকারী মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরামকে ধন্যবাদ জানান।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news