ডেস্ক রিপোর্ট
চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি তথা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে লাগাতার অবস্থান কর্মসূচি ও আগামী ৮জুন সকাল ১০টা থেকে মহাসমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আজ দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
অবস্থান কর্মসূচি চলবে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।
আন্দোলনের মুখপাত্র শরিফুল ইসলাম শুভ বলেন, আমদের দাবীটি অত্যন্ত যৌক্তিক, শান্তিপূর্ণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য। কিন্তু কিছু কুচক্রী মহল প্রধানমন্ত্রীর সাথে শিক্ষার্থী সমাজের দূরত্ব সৃষ্টির লক্ষ্যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। সেকারণেই দাবীটি ঝুলে আছে। তাই আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং দাবীটি বাস্তবয়নে দ্রুত প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে শিক্ষার্থী সমাজের সাথে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান জানাচ্ছি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news