জসিনুর রহমান, নিলফামারী
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন শেখমারী ইউনিয়নের অন্তর্গত মনিগঞ্জ গ্রামস্থ ধৃত আসামী মোঃ জিয়ারুল হক এর বসতবাড়ীর পূর্ব দুয়ারী আধা পাঁকা বসত ঘরের ভেতর অদ্য ৩০ মে ২০২৪ খ্রিঃ সকাল ০৬.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ৮৪২ (আটশত বিয়াল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাসানুর রহমান (২১), পিতা-মফেল উদ্দিন, ২। মোঃ জিয়ারুল হক (৩৩), পিতা-মফেল উদ্দিন, উভয় সাং-মনিগঞ্জ, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, ৩। মোঃ আব্দুল মালেক (২০), পিতা-মোঃ ছবিদুল ইসলাম, সাং-শৈলমারী, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী দের গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামীগণ জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে নীলফামারী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীদের বিরুদ্ধে নীলফামারী জেলার জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news