আবু মাহাজ, ভোলা
ঘূর্ণিঝড় রিমালে ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতখান পৌর সভা, ভবানীপুর, চর পাতা, মদনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণকার্য বিতরণ করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এছাড়াও দুপুরের দিকে ঘূর্ণিঝড় রিমালে দৌলতখান পৌর ২ নম্বর ওয়ার্ড এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের নির্দেশ দেন পানি উন্নয়ন বোর্ডকে।ঘূর্ণিঝড় রিমালে ঘর চাপা পড়ে নিহত দুইটি পরিবারকে নিজস্ব তহবিল থেকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রধান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা পাঠান সাইদুজ্জামান। নব নির্বাচীত উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা স্থানীয় আওয়ামী লীগরে নেতা ও কর্মীরা
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news