বিপ্লব ইসলাম, লংগদু,রাংগামাটি
৬ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে রাংগামাটি জেলার লংগদুতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে আনারস প্রতীকের প্রার্থী বাবুল দাশ বাবু ।তিনি পেয়েছেন ১৭ হাজার ১৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বর্তমান চেয়ারম্যান আবদুল বারেক সরকার পেয়েছেন ১২ হাজার ৮৫৬ ভোট।
পুরুষ ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪ জন। এতে বই প্রতীকের রকিব হাসান ১৬ হাজার ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের কল্যান প্রিয় চাকমা পেয়েছেন ৯ হাজার ৭৯০ভোট।
মহিলা ভাইস চেয়াম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ জন। এতে কলস প্রতীকের ফাতেমা জিন্নাহ ১৭ হাজার ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের আনোয়ারা বেগম পেয়েছেন ১৩ হাজার ৩৬১ভোট।
লংগদু উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা বে-সরকারিভাবে সকলের প্রাপ্ত ভোট সংখ্যার ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, উপজেলার ৭টি ইউপির ২৩টি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার সর্বমোট ভোট সংখ্যা ৬১ হাজার ২’শ ৬৩জন। যার মাঝে ৩১ হাজার ৮৭৭ জন পুরুষ ও ২৯ হাজার ৩’শ ৮৬জন মহিলা ভোটার রয়েছেন।