জোবায়ের সাকিব, রিপোর্টার, ঢাকা
আজ সোমবার ২৭ মে সারাদিন হালকা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ঢাকায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে রাজধানী জুড়ে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে রাস্তায় পানি জমে গেছে। অফিসগামী মানুষের চলাফেরা করতে কষ্ট হচ্ছে। সাধারণ কর্মজিবী মানুষ ঘরের বাহিরে বের হতে পারছে না ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক শ্রমজীবী মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের দক্ষিণঅঞ্চলে ঘূর্ণিঝড় রিমালের কারনে ১০ নম্বর মহাবিপদ সংকেত চলছে বৃষ্টিতে স্বস্তি মিললেও ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা ও স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা। ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে কাজে বের হয়েছেন অনেকে। অস্বস্তিতে রয়েছেন রিকশাচালক ও সিএনজি চালকরা অফিসগামীরাও পড়ছেন ভোগান্তিতে। কেউ ছাতা কেউবা রেইনকোট পরিধান করে বের হয়েছেন। অন্যদিকে রাস্তায় গণপরিবহনের সংখ্যাও কম। কিছু কিছু রাস্তায় পানি জমে আছে যার কারণে গাড়ি ঠিক মতো গাড়ি চলাচল করতে পারছে না।