মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকায় বহু বৃক্ষপতন ঘটেছে এবং রাস্তাগুলি অবরুদ্ধ হয়ে পড়েছে। এমন বিপর্যয়ের মুখেও পৌর মেয়র মোহিউদ্দিন আহমেদ একাই ঘুরে ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করেছেন।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বৃক্ষপতন ও রাস্তা অবরোধের কারণে জনজীবন নাহয় দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে মেয়র মোহিউদ্দিন ব্যক্তিগতভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তিনি পৌরসভার কর্মীদের নির্দেশ দিয়েছেন দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তা পরিষ্কার করার।
এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে মেয়রের এই উপস্থিতি এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে। বহু মানুষ মন্তব্য করেছেন, এটাই নেতৃত্বের প্রকৃত পরিচয়।
জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের দায়িত্বশীল আচরণই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news