মিঠুন সাহা, খাগড়াছড়ি
পানছড়িতে মোহাম্মদপুর এলাকায় গুচ্ছগ্রামে কার্ডধারী আমির হোসেন এর ন্যায্য পাওনা গম না দেওয়ার ঘটনায় হামলাকারী ও দুই নম্বর মামলার আসামী ইউসুফ আলী মেম্বার গ্রেফতার।
রবিবার (২৬ মে) রাত সাড়ে ৯টার সময় লতিবান এলাকায় এক জনৈক এর বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পানছড়ি থানা পুলিশ।
জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪ টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মোহাম্মদপুর গুচ্ছগ্রামে রেশন কার্ডধারী আমির হোসেন কাউন্টারে তার ন্যায্য পাওনা গম চাওয়ায় প্রজেক্ট চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলীসহ তার ছেলে ও আত্মীয় স্বজন দ্বারা মারাত্মক ভাবে হামলার স্বীকার হয় কার্ডধারী আমির হোসেন, তার স্ত্রী ও তার ছোট ভাই ফারুক হোসেন।
এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে কার্ডধারী আমির এর পরিবার। এই মামলার ১ নম্বর আসামী ইউসুফ আলী ( মেম্বার) এর ছেলে মোঃ রবিন আলী ও ৩ নম্বর আসামী ইউসুফ আলীর মেম্বার এর ছোট বোন জামাই মোঃ আব্দুল মাজেদ।