আবু আফফান, পটুয়াখালী
ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী অঞ্চলে আজ একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কুয়াকাটা থেকে আসা তেলিখালী ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শের একটি কালভার্টের উপর দিয়ে একটি প্রাইভেট গাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই গাড়ির একটি টায়ার বাষ্টো হয়ে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারান।
ফলে গাড়িটি পথ ছাড়িয়ে কালভার্টের উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছেন। সকল আহতদের পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়িটি পথের বাইরে একটি বাঁক নিয়ে থামে। আহতদের সর্বশেষ অবস্থা সন্তোষজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি অনিয়ন্ত্রিত গতিবেগ এবং টায়ার বাষ্টোর কারণে ঘটতে পারে। এলাকাবাসী এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।