দীর্ঘ যাত্রার পর যাত্রীদের বিশ্রামের জন্য এবং অপেক্ষাকালীন সময় কাটানোর লক্ষ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে চালু হয়েছে একটি আবাসিক হোটেল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত এই হোটেলটি স্টেশনের মূল ভবনে অবস্থিত।
হোটেলটিতে রয়েছে মোট ১৬টি কক্ষ, যার মধ্যে ১৫টি বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে। এর মধ্যে ৭টি কক্ষে রয়েছে এসি ও ফ্যানের ব্যবস্থা আর বাকি ৮টিতে শুধু ফ্যান রয়েছে। এসি কক্ষগুলোতে সর্বোচ্চ ৪ জন থাকতে পারবেন এবং ভাড়া হবে ২০০০ টাকা। দু’জন করে থাকার জন্য রয়েছে দুটি কক্ষ, যার ভাড়া ১৫০০ টাকা। অন্যদিকে, এসি ছাড়া কক্ষগুলোর ভাড়া ১০০০ টাকা করে, যেখানে দু’জন করে থাকতে পারবেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, হোটেলটিতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া এবং পরিবেশ খুবই সুন্দর। সাধারণ মানের হোটেলের সব সুবিধাই রয়েছে এখানে যেমন- খাট, টিটেবিল, সোফা, টিভি, ওয়াইফাই ইত্যাদি। এছাড়াও রয়েছে দোতলায় একটি রেস্টুরেন্ট।
যাত্রীরা যেকোনো সময় চেক-ইন করতে পারবেন। তবে এনআইডি কার্ড সঙ্গে থাকতে হবে। চেক-আউট সময় দুপুর ১২টা। ইচ্ছুক যাত্রীরা ট্রেনে বসেই ০১৩৩০৫১২০৬৯ নম্বরে কল করে রুম বুকিং করতে পারবেন।
উল্লেখ্য, এই হোটেলটি আগে ‘নিকুঞ্জ’ নামে একটি প্রাইভেট প্রতিষ্ঠান পরিচালনা করত। কিন্তু বকেয়া থাকায় রেলওয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছিল এবং হোটেলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গত জানুয়ারিতে বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেল নতুন করে এটি চালু করে।