এম,এ,মান্নান, নিয়ামতপুর, (নওগাঁ)
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্ধারিত ভোট না পাওয়ায় জেলা আ. লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আলহাজ আবেদ হোসেন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন জামানত হারিয়েছেন।
ফলে দেখা যায়, আনারস প্রতীকে আলহাজ আবেদ হোসেন ভোট পেয়েছেন ৫৫২টি এবং স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন জোড়া ফুল প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৬টি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের স্বাক্ষরিত ফলে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, নিয়ামতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৭৫৬ জন। এরমধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫ হাজার ১২১টি। মোট ৭৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবেদ হোসেন ও সোহরাব হোসেন নির্ধারিত ভোটের চেয়ে কম ভোট পেয়েছেন। এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।
নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো উপজেলা আ. লীগের সহসভাপতি ফরিদ আহমেদ (মোটরসাইকেল) প্রতীকে ৩৯ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ) প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ১৩৬ ভোট।উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রায়হান কবির রাজু (চশমা) প্রতীকে ৪১ হাজার ২৪১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন আরা খাতুন (হাঁস) প্রতীকে ৪৩ হাজার ৪৯৯ ভোট নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও নিয়ামতপুর ইউএনও ইমতিয়াজ মোরশেদ বলেন, উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুরে ৪৯ দশমিক ৬৪ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news