মিঠুন সাহা, খাগড়াছড়ি
ধর্মীয় ভাব-গাম্ভীর্যের সঙ্গে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বৌদ্ধ পুর্নিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা, বিভিন্ন বৌদ্ধ মঠ ও বিহারে প্রদীপ প্রজ্বালন, পূজা, প্রার্থনা, আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দিনটি উদযাপিত হয়েছে।
জগতের সকল প্রাণী সুখী হোক’ -এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণের স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন তার ভক্ত-অনুসারীরা।এটি বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। ‘
বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে
পার্বত্য ভিক্ষুসংঘ বাংলাদেশ পানছড়ি উপজেলা শাখার,নালকাটা আম্রকানন জনকল্যাণ বৌদ্ধ বিহার এর দায়ক দায়িকাসহ বিভিন্ন এলাকাবাসীর আয়োজনে এ শোভাযাত্রাটি উপজেলার মির্জাবিল সংঘ মৈত্রী বৌদ্ধ বিহার এলাকা থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই সময় শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষু ছাড়াও এলাকার শত শত বৌদ্ধ নারী পুরুষ অংশ গ্রহণ করে।
অন্যদিকে পবিত্র এ দিনটি উপলক্ষে আচাই মহাজন পাড়া, তালুকদার পাড়া, কলাবাগানসহ তিন এলাকাবাসী উদ্যোগের পুণ্যার্থী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news