জোনাইদ হোসেন প্রবল,নরসিংদী
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে শিল্পমন্ত্রী এ্যাড নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর ছোট ভাই আনারস প্রতীকের নজরুল মজিদ মাহমুদ স্বপন ও বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের সমসের জামান ভূইয়া রিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১ টায় বেলাব উপজেলা পরিষদের হলরুমে সহকারী রির্টানিং অফিসার মো. আব্দুল করিম ও রাত ১ টায় মনোহরদী উপজেলা পরিষদের হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা হাছিবা খান ফলাফল ঘোষণা করেন।
রির্টানিং কর্মকর্তারা জানায়, মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে নজরুল মজিদ মাহমুদ স্বপন পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট, তার নিকটতম প্রতীদ্বন্ধী ঘোড়া প্রতিকের এ্যাড ফজলুল হক পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো : তৌহিদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন শিল্পী বিজয়ী হয়েছে।
আর বেলাব উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে সমসের জামান ভূইয়া রিটন পেয়েছেন ৩০ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতীদ্বন্ধী কাপ-পিরিচ এর শরীফ উদ্দিন খান মোমেন পেয়েছেন ১৯ হাজার ৯৩ ভোট। আর পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা বিজয়ী হয়েছে। এনিয়ে হ্যাট্টিক বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সমসের জামান ভূইয়া রিটন।
একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় ১০০ কেন্দ্র এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টিসহ মোট ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। দুই উপজেলায় মোট ৪ লাখ ৯ হাজার ১৩ জন ভোটারের জন্য ৯৯৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়েছে।
মনোহরদী উপজেলায় নারী-পুরুষ মিলিয়ে ২ লাখ ৮১ হাজার ৩০ ভোটার নিয়ে ১১০টি কেন্দ্রে ভোট দিয়েছেন ২৪.৬৯ শতাংশ।
বেলাবতে নারী-পুরুষ মিলিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৮৫ ভোটার নিয়ে ৬৩টি কেন্দ্রে ভোট দিয়েছেন ৪৩.০৮ শতাংশ।