মিঠুন সাহা, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ( ২য় ধাপের নির্বাচনে ) প্রাথমিক ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ( ২১ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদের টাউনহলে এই ফলাফল ঘোষণা করে উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মৌমিতা দাশ।
এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ- পিরিচ মার্কা নিয়ে উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চন্দ্র দেব চাকমা।তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২৪৮৩২টি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিটন চাকমা আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬,৩৫৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন সৈকত চাকমা। তার মোট ভোট সংখ্যা ২৪,০১৯টি। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীক নিয়ে কিরণ ত্রিপুরা পেয়েছেন ৭৩১৮ ভোট।
তালা প্রতীক এর প্রার্থী জয়নাথ দেব পেয়েছেন ৫৪৯৪ ভোট। অন্যদিকে বৈদ্যুতিক বাল্ব নিয়ে লোকমান হোসেন পেয়েছেন ৩৭৩৬ ভোট। আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৬,৩৫৭ ভোট।
এইছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পুনরায় বিজয়ী হয়েছেন ফুটবল মার্কার প্রার্থী মনিতা ত্রিপুরা। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ২১,২৬৩ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক নিয়ে সুজাতা চাকমা পেয়েছেন ১৮,৭৪৭ ভোট।
পানছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ছিলো ৫৫,০০৫ জন। ১৪২টি বুথে ভোট কেন্দ্র সংখ্যা ছিলো ২৫টি।তার মধ্যে মোট পুরুষ ভোটার ছিলো ২৮,০২৪ জন।মহিলা ভোটার ছিলো ২৭,৯৮০ জন।হিজড়া ভোটার ছিলো ১ জন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news