জোনাইদ হোসেন প্রবল,নরসিংদী
রাত পোহালেই মঙ্গলবার (২১মে) অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোহরদী ও বেলাব উপজেলা পরিষদের ভোটগ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সোমবার (২০ মে) দুপুর থেকে ব্যালট পেপার বাদে অন্যসব নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে কেন্দ্রে কেন্দ্রে।
মনোহরদী এবং বেলাব উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাচনে দায়িত্বরত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় ১০০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪১হাজার ৩০জন।
এছাড়া ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লাখ ৬৭ হাজার ৯৮৭জন। মোট ১৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই উপজেলার ভোট গ্রহণ।
মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা ও শিবপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news