জাবেদ হোসাইন, হাটহাজারী
আগামীকাল ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় পর্যায়ের ৬ষ্ঠ উপজেলা নির্বাচন।
হাটহাজারী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করছে চার(৩) জন, ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী করছে পাঁচ(৪) জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী করছে (৪)জন ১১ মোট জন প্রার্থী।
নির্বাচনকে অবাদ, সুষ্ঠ ও নিরেপক্ষ করার লক্ষে কেন্দ্রে কেন্দ্রে পৌছানো হয়েছে নির্বাচনীয় সরঞ্জাম।
চট্রগ্রাম নির্বাচন অফিসের তথ্যমতে,হাটহাজারী উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৩ লাখ ৫৭ হাজার ৪৪৮ ভোটার রয়েছে।তাদের মধ্যে পুরুষ ১লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও মহিলা ১লাখ ৭০ হাজার ৮০৫ জন।
আগামী মঙ্গলবার (২১ মে) ১০৬ টি কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলে ৯৭৩ টি কক্ষে ভোট কার্যক্রম চলবে।
প্রতিটি কেন্দ্রে ব্যালট বক্স সহ পৌছানো হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জামাদী। সেই সাথে ভোটারদের জন্য নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।
নিরাপত্তার আনসার ভিডিপি ও পুলিশ সদস্যদের পাশাপাশি টহল থাকছে র্যাব ও বিজিবির সদস্যরা।পাশাপাশি রাস্তায় টহল করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news