হারুন অর রশিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ভর্তুকি মূল্যে রিপার বাইন্ডার মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে উপজেলা চত্বরে ধান কাটা ও আটি বাঁধাইয়ের এ যন্ত্র বিতরণ করা হয়। মেশিনটি ভর্তুকি মূল্যে ক্রয় করেন উপজেলার ছাপড়হাটি গ্রামের কৃষক মো. সুরুজ্জামান মিয়া।
সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ভর্তুকি মূল্যে কৃষকের হাতে যন্ত্রটির চাবি হস্তান্তর করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুশফিকুর রহমান, সাংবাদিক সুদীপ্ত শামীম, কৃষক সুরুজ্জামান মিয়া প্রমূখ।
রিপার বাইন্ডার মেশিন দিয়ে অল্প মূল্যে এবং স্বল্প সময়ে ধান কাটা ও আটি বাঁধাই করতে পারবে কৃষকরা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news