জোবায়ের সাকিব,ঢাকা
আজ রবিবার সকাল ১০ টা ৩০ থেকে রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর ১০ রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করে ব্যাটারি চালিত অটোরিকশার চালকগণ। এই আন্দোলনের ফলে পুরো মিরপুর এলাকার রাস্তা বন্ধ হয়ে যায় যার কারনে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পরে পরবর্তীতে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তুমুল সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীরা গাড়ী ভাংচুর করে এই সংঘর্ষ ঘন্টাব্যাপী চলে মিরপুর-১০,মিরপুর-২ মেইন রোডে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে অনেকেই আহত হন।
বিক্ষোভকারী অটোরিকশা চালকগন বলেন, অটোরিকশা বন্ধের নির্দেশ প্রত্যাহার করে অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান সরকার অটোরিকশা বন্ধের ঘোষণার পরে পুলিশ তাদের গ্রেফতার করছে তার জন্য চালাতে পারছে না কর্মহীন হয়ে পরছে বিকল্প আয়ের পথ তৈরি না করা পর্যন্ত অটোরিকশা চালাতে দেওয়ার জোর দাবি জানায়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news