জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
অনার্স চতুর্থ বর্ষের বিদায়ী পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত।
শনিবার (১৮ মে) রাজশাহী কলেজ অভ্যন্তরে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷
শিক্ষা উপকরণ বিতরণ শেষে রাশিক বলেন, তারুণ্যের অহংকার ও প্রজন্মের সাহস বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন ইতিমধ্যে তাঁর ইতিবাচক কার্যক্রমের মধ্য দিয়ে রাজশাহীকে শিক্ষা নগরীতে পরিনত করেছে এবং শিক্ষাকে সেবায় রূপান্তর করতে কাজ করে যাচ্ছেন। আমরা তাঁর কর্মী হিসেবে শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচিতে যুক্ত থাকার চেষ্টা করছি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং বঙ্গবন্ধু তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন-৪১ বাস্তবায়নে সবার ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজে অর্নাস পড়ুয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও চতুর্থ বর্ষের বিদায়ী শিক্ষার্থী।