মো:সোহাগ হাওলাদার, সাভার
সাভারের হেমায়েতপুরে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৮ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে শুক্রবার বিকেল সোয়া ৬ টার সাভারের হেমায়েতপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভারের হেমায়েতপুর দক্ষিন শ্যামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে হাসমত আলী(৪৩), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ফুলতলা গ্রামের আঃ আজিজের ছেলে রফিকুল রানা (৪০) এবং একই থানার ছোপড়া গ্রামের মৃত আঃ রউফ এর ছেলে ইনতাজুল ইসলাম(২৯) ও গ্রীলেন্ডপুর গ্রামের আঃ করিমের ছেলে বুলবুল ইসলাম (৩৮)।
ডিবি জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের হেমায়েতপুর এলাকায় কতিপয় কিছু মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রিয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের হেফাজত থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।