পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভক্ত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী থাকায় উপজেলা আওয়ামী লীগ ৪টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছে।
মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ড. হারুন অর-রশীদ হাওলাদারের পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বেশ কয়েকজন সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য নেতাকর্মীরা।
অপরদিকে, দোয়াত কলম প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোঃ শাহজাহান সিকদার। তাঁর সমর্থনে রয়েছেন বেশ কিছু সহ-সভাপতি, ইউনিয়ন চেয়ারম্যান ও অন্যান্য নেতাকর্মীরা।
আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. মেহেদী হাসান মিজান। তাঁর পক্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের কিছু সহ-সভাপতি ও যুবলীগের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা।
এছাড়া ইউরোপের দেশ মাল্টাফেরত প্রবাসি কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার। তাঁর পক্ষে রয়েছেন সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের কিছু নেতা-কর্মী।
তবে গোষ্ঠীদ্বন্দ্ব সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ভাষ্য, দলীয় কার্যক্রমে এর কোন প্রভাব পড়বে না। তিনি বলেন, "জয়-পরাজয় মেনেই যে যার মত কাজ করবে।" অন্যদিকে, কেন্দ্রীয় নেতা এ্যাড. আফজাল হোসেন বলেছেন, "জনগণের সমর্থন আদায় করে বিজয়ী হলে তাদের সাধুবাদ জানাবো।"
এদিকে, উপজেলা নির্বাচনী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ভোটপ্রক্রিয়া শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news