পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা আজ একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত প্রথম জেটিতে লাইমস্টোন নিয়ে পানামা'র পতাকাবাহী একটি জাহাজ (জেন) নোঙ্গর করেছে।
দুবাই থেকে ৫০ হাজার ৫০০ টন লাইমস্টোন নিয়ে এই জাহাজটি বাংলাদেশে এসেছে। ইনার ও আউটার অ্যাঙ্করে লাইটারেজ করে ২৪ হাজার টন লাইমস্টোন নিয়ে এটি পায়রা বন্দরের জেটিতে নোঙ্গর করেছে। ২০০ মিটার দীর্ঘ এই বিদেশী জাহাজটির জেটিতে নোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, "আজ পরীক্ষামূলকভাবে একটি বিদেশী জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা উদ্বোধন করবেন।"
২০১৩ সালে পায়রা বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং ২০১৬ সাল থেকে বহি:নোঙ্গর অপারেশন চলছে। প্রথম জেটি উদ্বোধনের পর এখন নিয়মিত আমদানি-রপ্তানির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। জেটির সংযোগ সড়ক ও সেতু নির্মাণসহ আনুষঙ্গিক কাজগুলো চলমান রয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news