গোপাল হালদার, পটুয়াখালী
তৃতীয় ধাপে পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিন হাওলাদার সহ চার কর্মী আহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কাবলিওয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় কাওসারের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার বেলা ২ টার সময় উপজেলার মুরাদিয়ার ২ নং ওয়ার্ডের কাবিল হাওলা এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার বাদ জুম্মা স্থানীয় একটি মসজিদের মুসুল্লিদের সাথে সাক্ষাৎ করে ফেরার পথে আনারস প্রতীকের সমর্থকরা তার ব্যবহৃত গাড়ির উপর আঘাত করে। এতে গাড়ি থেকে নেমে তাদেরকে কারন জিজ্ঞেস করলে তারা অতর্কিত হামলা চালায়। এতে কাপ পিরিচ প্রতীকের প্রার্থী কাওসার আমিনসহ তার বেশ কয়েকজন সমর্থক আহত হয়।
এদিকে আনারস প্রতীকের এক সমর্থকের অডিও ক্লিপে শোনা যায় মাল্টা এদিক দিয়ে বের হবে সবাই রামদা,বগি নিয়ে আসো। আরেকটি ক্লিপে শোনা গেছে মাল্টাকে পিটিয়েছি।
আহত চেয়ারম্যান প্রার্থী কাওসার আমিন হাওলাদার অভিযোগ করে জানান, শুক্রবার জুমার নামাজ আদায় করতে বের হলে প্রতিপক্ষের লোকজন তারও তার কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের আনারস প্রতীকের মেহেদী মিজানের কর্মী সমর্থকরা কাওসারও তার কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়।
আনারস প্রতীকের প্রার্থী মেহেদী হাসান মিজান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন,এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। তাৎক্ষণিকভাবে আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
আগামী ২৯ মে দুমকি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news