এম,এ,মান্নান, নিয়ামতপুর,নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ১৫ জন নির্বাচন করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন,ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন।চেয়ারম্যান প্রার্থী হলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা আলহাজ্ব আবেদ হোসেন মিলন( আনারস),নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ(কাপপিরিচ),সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন(ঘোড়া),সহ-সভাপতি ফরিদ আহম্মেদ(মটর সাইকেল),এবং নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব(হেলিকপ্টার) ও সোহরাব হোসেন(জোড়া ফুল)।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন প্রতিদ্বন্ডিতা করবেন। তারা হলেন, উপজেলার তৌফিক চৌধুরী(মাইক),আফজাল হোসেন(টিবওয়েল),তুষিত কুমার সরকার(বৈদ্যুতিক বাল্ব),উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু(চশমা)ও রেজাউল করিম(তালা)।
এছাড়া ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্ডিতা করবেন ৪ জন। তারা হলেন উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাঃ নাদিরা বেগম(কলস) নাজমিন আক্তার(হাঁস) ফাতেমাতুজ্জোহরা(ফুটবল) ও স্বপ্না রানী(পদ্ম ফুল)
দ্বিতীয় ধাপে আগামী ২১ মে নিয়ামতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ৭শ ৭৫, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪ হাজার ৫শ ৯৮ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭ হাজার ১শ ৭৭। হাজিনগর ইউনিয়নে মোট ভোটার ২৩ হাজার ৬শ ৯ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৮শ ২৭, মহিলা ভোটার ১১ হাজার ৭শ ৮২, চন্দননগর ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৫শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২শ ২০, মহিলা ভোটার ১১ হাজার ৩শ ২৫, ভাবিচা ইউনিয়নে মোট ভোটার ২৮ হাজার ৬শ ৪৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৫৭, মহিলা ভোটার ১৪ হাজার ৫শ ৮৮, নিয়ামতপুর সদর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৯শ ৮০ এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ১শ ৩৬, মহিলা ভোটার ১১ হাজার ৮শ ৪৪, রসুলপুর ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৮শ ৬৬ এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৬শ ৪৯, মহিলা ভোটার ১৫ হাজার ২শ ১৭, পাড়ইল ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৭শ ৪৭ এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬, মহিলা ভোটার ১৩ হাজার ৭শ ৪১, শ্রীমন্তপুর ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৪শ ৯৮ এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৯শ ৪৭, মহিলা ভোটার ১৩ হাজার ৫শ ৫১ এবং বাহাদুরপুর ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৮শ ৮৫ এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭শ ৫৬, মহিলা ভোটার ১৫ হাজার ১শ ২৯জন।
এ নির্বাচন অনেক প্রতিদন্দ্বিতাপূর্ন হবে বলে আশা করা যাচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news