জোবায়ের সাকিব, স্টাফ রিপোর্টার,ঢাকা
জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশ চাকুরি জাতীয়করণ বহালের ১ দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি।গত ২৯ এপ্রিল রোজ সোমবার সকাল ১০ ঘটিকা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছে। উপস্থিত গ্রাম পুলিশদের সদস্যরা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ছাড়া তারা বাড়ি ফিরে যাবে না।অবস্থান কর্মসূচির সভাপতি জনাব লাল মিয়া বলেন-১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া পে স্কেলে প্রজ্ঞাপন পত্র ০১-০১-১৯৭৬ ইং তারিখে জারীকৃত পরিপত্র স্বাধীনতার ৫৩ বছরেও বাস্তবায়ন হয়নি।তাছাড়া বাংলাদেশ সরকার, ২০০৯ সালে জাতীয় করণের পরিপত্র জারি করেন এবং ২০১১ সালে জাতীয় করনের গেজেট প্রকাশের পরেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় করনের গেজেট মোতাবেক বেতন না দিয়ে নাম মাত্র ৬৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা বেতন দেওয়া হচ্ছে, তাও আবার অনিয়িমিত। গেজেট মোতাবেক বেতন না দেওয়া হলেও গেজেট মোতাবেক নিয়োগ বিধান শাস্তির বিধান ও গেজেট সহ অন্যান্য সরকারি চাকুরিজীবিদের মতো দ্বায়িত্ব পালনসহ বাহিনীর ন্যায় ২৪ ঘন্টা দ্বায়িত্ব পালন করানো হচ্ছে। এই নাম মাত্র বেতন দিয়ে সংসারের খরচ বহন না করতে পেরে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দেশের ৪৭ হাজার গ্রাম পুলিশ বাহিনী সদস্যদের।
তাই সরকারের ২০১১ সালের জাতীয়করণের গেজেট বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন দাবি মানা না হলে এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news