লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজারে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। প্রাথমিক হিসাবে এ অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা তুষভান্ডার বাজারের একজন পল্লি চিকিৎসকের চেম্বার থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুন লেগেছে। প্রথমে স্থানীয় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসায় প্রায় আধা ঘন্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকানিরা ও স্থানীয়রা জানান, বাজারের চায়ের দোকান, কসমেটিক্স শপ এবং অন্যান্য প্রায় ২০টি দোকান এই আগুনে পুড়ে গেছে। স্থানীয় সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
তুষভান্ডার বাজার বণিক সমিতির সভাপতি জানান, প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজারে এই ধরণের অগ্নিকাণ্ড ঘটায় হাজার হাজার মানুষের জীবিকা নিরাপদে রইল না।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বলেন, আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে। কিন্তু প্রাথমিক নজরে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই আগুন লেগেছে।
বাণিজ্যিক প্রাণকেন্দ্র তুষভান্ডার বাজারে এই ধরণের অগ্নিকাণ্ড সারা এলাকারই জন্য এক বিরাট ক্ষতির কারণ। দোকানিদের জীবিকার পাশাপাশি স্থানীয়দের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সংগ্রহে এটি বাধা হয়ে দাঁড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং সরকারকে দোকানিদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news