লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে চলতি মাসের ২৫ তারিখ অনুষ্ঠিত হবে একটি ঐতিহাসিক নির্বাচন। এই ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী-স্ত্রী।
স্বামী রিয়াজ উদ্দিন টেলিফোন প্রতীক নিয়ে মাঠে রয়েছেন, আর তাঁর স্ত্রী সালমা বেগম ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। এখন তাঁরা ভোটারদের দ্বারে দ্বারে ভ্রমণ করে ভোট চাইছেন।
নির্বাচনে স্বামী রিয়াজ উদ্দিন বলেন, স্ত্রীর মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বললেও তিনি রাজি হননি। তাই এখন তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। তবে ভোটাররাই শেষ সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, সালমা বেগম বলেন, তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। ভোটাররা যাকে পছন্দ করবেন, তাকেই জয়ী করবেন।
এই ইউনিয়নে মোট ভোটার ৩৬ হাজার ৭৫জন। তাদের ১৬টি কেন্দ্রে ভোট দিতে হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেছেন, সব প্রস্তুতি নেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য।
পরিদর্শকরা মনে করছেন, এই স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা হলেও গণতন্ত্রের জন্য একটি নজির সৃষ্টি হচ্ছে। এর মাধ্যমে ভোটাররা নিজেদের প্রাথমিকতা নির্ধারণ করতে পারবেন। আশা করা যাচ্ছে, প্রার্থীদ্বয় একে অপরকে শ্রদ্ধা করবেন এবং ভোটারদের সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news