পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রতিহিংসার ঘটনায় একজন ইউপি সদস্য জখম হয়েছেন। প্রতিপক্ষ সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার শাপলাখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন বাউফল উপজেলার ৫নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য সুমন।
জানা গেছে, নির্বাচনে আনারস প্রতীকের সমর্থকরা ঘোড়া প্রতীকের সমর্থক এবং ইউপি সদস্য সুমনকে কুপিয়ে ফেলে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এর আগে বুধবার রাতেও ঘোড়া প্রতীকের সমর্থকরা রাজনগর এলাকায় আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন বলেছেন, "একটি ঘটনার সাথে অন্য ঘটনাগুলো জড়িত হতে পারে। এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।"
সূত্র মতে, গ্রেফতারকৃত ইউপি সদস্য সুমন দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক পাচার ও বিক্রির সাথে জড়িত ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার মামলা হয়েছিল।
আগামী ২১শে মে বাউফল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার। অপরদিকে আনারস প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও সহসভাপতি মোশারফ হোসেন।
নির্বাচনে শান্তি ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news