আগামী ঈদুল আজহায় দেশে কোরবানির পশুর যথেষ্ট সরবরাহ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান। তিনি বলেন, এবারের ঈদুল আজহায় দেশে মোট ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। যা গত বছরের চেয়ে প্রায় ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি।
বৃহস্পতিবার প্রাণিসম্পদ অধিদপ্তরে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ ও পরিবহন নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, এবছর সর্বমোট ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি পশুর চাহিদা থাকতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
বিদেশ থেকে পশু আমদানি নিষিদ্ধ রাখার বিষয়ে মন্ত্রী জানান, “বাইরে থেকে যাতে পশু না আসে, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত আগেরই। এ সুযোগ নেই।” তিনি আরো বলেন যে, চোরাপথে পশু আমদানির বিষয়েও সরকার সতর্ক থাকবে।
দেশে যথেষ্ট পরিমাণ কোরবানির পশু থাকায় এবং বিদেশ থেকে পশু আমদানি নিষিদ্ধ রাখায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে। গত কয়েকবছর ধরে দেশে বিদেশি পশু আমদানির কারণে বাজারে মূল্যস্ফীতি দেখা দিয়েছিল।