বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক বাধাকে অতিক্রম করে ভালোবাসার শক্তি প্রমাণ করেছে ফিলিপাইনের জনালিন এবং ঝিনাইদহের আকাশ মিয়া। ভিন্ন দেশ, ভিন্ন ধর্ম থাকলেও তাদের প্রেমের সম্পর্ক বজায় রেখে তারা গত শুক্রবার একে অপরের সঙ্গে বাংলাদেশে এসেছেন।
মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের বাসিন্দা আকাশ মিয়া জানান, ২০১৮ সালে মালয়েশিয়ায় থাকাকালীন সেখানকার একটি প্রাইভেট ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত খ্রিষ্টান ধর্মাবলম্বী ফিলিপাইন নাগরিক জনালিনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের মধ্য দিয়ে ক্রমশ তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠে এবং মালয়েশিয়াতেই বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
বিয়ের তিন বছর পর শুক্রবার জনালিনকে নিয়ে আকাশ মিয়া বাংলাদেশে ফিরে আসেন। স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনের পরামর্শে শনিবার ঝিনাইদহের কাজি অফিসে জনালিন ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ইশরাত জাহান নাম নেন এবং আনুষ্ঠানিকভাবে আকাশ মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিদেশি নববধূকে নিয়ে গ্রামের অনেকেই বেশ উৎসুক। গ্রামবাসীরা ধারাবাহিকভাবে তাদের বাড়িতে গিয়ে নববধূকে দেখে আসছেন। এই বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয়রা জানান, উভয় পরিবারের আনন্দের কোনো সীমা নেই। বিভিন্ন সামাজিক ও আইনগত বাধা উপেক্ষা করে তারা তাদের প্রেম সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। এটা বাংলাদেশী সমাজের উদারতা ও সহনশীলতার প্রমাণ বহন করে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news