গোপাল হালদার, পটুয়াখালী: পটুয়াখালীর সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ‘স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা’ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার (১৫ মে) অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মো: নূর কুতুবুল আলম।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক ডা. সঞ্জীব দাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর যুগ্ম-পরিচালক এবং সরকারের উপসচিব মো: আবদুল খালেক সহ প্রশিক্ষণে পটুয়াখালী সদর উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সবিচ ও মেম্বারবৃন্দ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও কোর্স পরিচালক ডা. সঞ্জীব দাশ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবগণ,ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে সমন্বয় করে ইউনিয়নের সকল কাজ পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়। এ কর্মশালার মাধ্যমে তারা আগামী দিনগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যাদি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই কর্মকর্তা জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়।