জাহাঙ্গীর চৌধুরী রিফাত, সুনামগঞ্জ
ইউকে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নির্বাচন আগামী ১৯ মে শনিবার অনুষ্ঠিত হবে। এই সংগঠনের মূল কাজ হলো দেশের দিরাই শাল্লা অঞ্চলে বসবাসরত অসহায় গরিব পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। সংগঠনটি নিয়মিত অসহায় দিনমজুরদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করে। এছাড়াও অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচে সহায়তা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত রয়েছে।
ইউকে প্রবাসী বাংলাদেশীরা রেমিটেন্স এর মাধ্যমে এই সংগঠনকে অর্থায়নে সহায়তা করে থাকেন। এবারের নির্বাচনে সংগঠনের সদস্যদের মাধ্যমে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। জগনু লিটন পাশা প্যানেলের প্রতীক হলো গোলাপফুল। এই প্যানেলে রয়েছেন মহিউদ্দিন জগনু, আজিজুর রহমান লিটন, মোঃ পাশা মিয়া, শামসুল আবেদিন জগলু, আবুল কালাম চৌধুরী, শাহারিয়া কুকন, হিরা মিয়া তালুকদার, এড. আল আমিন, শহিদুল ইসলাম সুমন, রফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, বুরহান উদ্দীন, মোহাম্মদ রায়হান, শফিকুল ইসলাম, সৈয়দ মাসুক আহমেদ, ফয়সাল আহমেদ চৌধুরী, আসাদুজ্জামান আক্তার, ডা. শাহিন মিয়া, আলী আহমেদ, সুলেমান কবির, গোলাম আহমেদ ও মোহাম্মদ জাবেদ সরদার।
যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাবে অতীতে সংগঠনটি চাহিদামতো কাজ করতে পারেনি বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সূত্র। সুতরাং এবারের নির্বাচনে দক্ষ নেতৃত্ব নির্বাচিত হওয়া প্রত্যাশিত যারা উদ্দেশ্যমূলক কাজ করতে পারবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news