জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামী শিক্ষাবর্ষ থেকে ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে বৃত্তি ও আবাসনসহ ভর্তির সুযোগ দিচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের উপ-প্রধান জিয়াদ এম. এইচ. হামাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দূতাবাসের উপ-প্রধান জিয়াদ হামাদ বলেন, “আগামী শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।” তিনি বাংলাদেশ সরকার ও জনগণের সহযোগিতা ও সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে, জাবির জনসংযোগ দপ্তরের পরিচালক ড. মহিউদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ফিলিস্তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী।” তিনি আরও জানান, ফিলিস্তিনি শিক্ষার্থীরা বৃত্তি ও আবাসন সুবিধাসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হতে পারবেন।
গত বছরই ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার ফ্রি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুযোগ করে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশটির শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনের জন্য আরও ১০০টি পূর্ণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়।
বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ সরকারের এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন করে শক্তিশালী করবে। এটি শিক্ষা ও সাংস্কৃতিক আদান-প্রদানের নতুন দিগন্ত উন্মোচন করবে।