ভোক্তা অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে দুমকী উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় অবস্থিত এক অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, এখানে খাদ্য অনুপযুক্ত রঙ এবং ঘন চিনি ব্যবহার করে স্বাস্থ্যহানিকর আইসক্রিম তৈরি করা হচ্ছে। আইসক্রিমগুলোর তারিখ ও মেয়াদ উল্লেখ করা ছিল না।
অভিযান পরিদর্শনকালে এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রায় এক হাজার আইসক্রিম জব্দ করে জনসামনে ধ্বংস করা হয়েছে। কারখানার মালিক বাকেরগঞ্জের মোঃ আনোয়ার হোসেনকে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্যের স্বার্থে গুরুত্বপূর্ণ এই অভিযান সম্পর্কে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, বাজার তদারকি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমেই ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।