ঢাকার প্রখ্যাত নটর ডেম কলেজ কর্তৃপক্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আগামী ভর্তি প্রক্রিয়া সম্পর্কে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে এবং আগ্রহীরা অনলাইনে কলেজের ওয়েবসাইট (https://ndc.edu.bd) থেকে আবেদন করতে পারবেন।
প্রাক-নির্বাচিত বিষয়গুলির জন্য শিক্ষার্থীদের যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে নির্দিষ্ট জিপিএ স্কোরের প্রয়োজন রয়েছে। বিজ্ঞানশাখায় ভর্তির জন্য প্রয়োজন জিপিএ ৫.০০, মানবিক বিভাগের জন্য ৩.০০ এবং বাণিজ্যশাখায় ৪.০০। অনার্স ডিগ্রি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা নির্ধারণে বিজ্ঞান বিভাগের জন্য ৪.৫০, বাণিজ্য বিভাগের জন্য ৪.০০ এবং মানবিক বিভাগের জন্য ৩.৫০ জিপিএ প্রয়োজন।
নটর ডেম কলেজ দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তি হতে চায়। এবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news