ঢাকাবাসীর নাগরিক জীবনে বিপ্লব ঘটিয়ে দিয়েছে ঢাকা মেট্রোরেল। তবে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে শুক্রবারও মেট্রোরেল চালুর খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ঘোরসংবাদ সৃষ্টি হওয়ায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, শুক্রবার মেট্রোরেল চালুর খবরটি সম্পূর্ণ গুজব। তিনি বলেন, “শুক্রবার ট্রেন চালানোর সিদ্ধান্ত দূরে থাক, এখনও এমন কোনো প্রস্তাব নেই। সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে জানানো হবে।”
গত কয়েকদিন ধরে জানা গিয়েছে, যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে আগামী জুলাই মাস থেকে শুক্রবারও মেট্রোরেল চালানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে ডিএমটিসিএল সূত্র উল্লেখ করে বেশকিছু গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। তবে কর্তৃপক্ষের বিবৃতির পরই এর গুজব হিসেবে পরিচিতি পেয়েছে।
বর্তমানে মেট্রোরেল সপ্তাহের ৬ দিন যাত্রী পরিবহণ করছে। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। শুক্রবার এর সাপ্তাহিক বন্ধ রয়েছে। যাত্রীদের চাহিদা মেটানোর লক্ষ্যে শুক্রবারও মেট্রোরেল চালানোর পরিকল্পনা থাকলেও প্রাথমিক আলোচনার স্তরও আসেনি বলে জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ।