গোপাল হালদার, পটুয়াখালী প্রতিনিধি ।
নির্বাচনী বিরোধের জেড়ে পটুয়াখালীর বাউফলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাইদুর রহমান সুমন বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়াও তিনি ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগ্নে। আহত ইউপি সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের এক সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই জেড় ধরে আজ সকালে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগ্নে বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান সুমনকে কুপিয়ে জখম করে আনারস প্রতিকের সমর্থকরা।
ভুক্তভোগী সাইদুর রহমান সুমনের স্বজনরা জানায়, ভুক্তভোগীর পিতা অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে বাড়ি থেকে বরিশালের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন সুমন। শাপলাখালী পৌঁছালে আনারস প্রতিকের সমর্থকরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, তিনি রিক্সায় বগা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তার ওপরে হামলা চালানো হয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়৷ এখনো লিখিত অভিযোগ পাইনি তবে আমাদের আইনী ব্যবস্থা চলমান রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news