ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
পটুয়াখালীর লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা বহু অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং জেলা প্রশাসন যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানের প্রথম দিনে লাউকাঠী নদীর উত্তরপাড়ে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইয়ার্ড এবং দক্ষিণপারে বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, অবৈধ স্থাপনা মালিকদের বহুবার নোটিশ দেওয়া হলেও তারা তা অগ্রাহ্য করেছিলেন। এরপর নদীর নিরাপত্তা ও প্রাকৃতিক গতিপথ রক্ষার্থে এ উচ্ছেদ অভিযান হাতে নেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন উপস্থিত। কর্তৃপক্ষের দাবি, আগামী কয়েকদিন এ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর তীরে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা নদীর প্রাকৃতিক গতিপথ বিঘ্নিত করছিল এবং দূষণের কারণ হচ্ছিল।