শুক্রবার (১০ মে) আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রম (Hiscoher) এর আয়োজনে অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম্ম সম্মেলনের অংশ হিসেবে ভোর ৫টা থেকে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মাতার পূজা শেষে সকাল ১০টায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান অনুষ্ঠিত হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীগুরু প্রাণপুরুষ শ্রীশ্রী জয়দেব ঠাকুর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জগৎমাতা হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী। অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন বিভিন্ন বক্তা যেমন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠি নলছিটি উপজেলা চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান প্রমুখ।
ভক্তরা বিশ্বাস করেন, এই দিন সমুদ্রস্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। তাই প্রতিবছর দূর-দূরান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা এই অনুষ্ঠানে আসেন। এই সময় হাজারো মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news