গোপাল হালদার, পটুয়াখালী পটুয়াখালীতে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রিয়াজ উদ্দিন মৃধা এর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মৃধা।
জানা যায়, ২০২৩ সালে যাত্রা শুরু করে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে সংগঠনের এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্বেচ্চাসেবীরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. রুহুল আমিন, সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিনসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন মৃধা জানান, পটুয়াখালীসহ সারাদেশে তীব্র দাবদাহ, তা থেকে মুক্তি পেতে ৫০০টি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচি প্রোগ্রামটি হাতে নেয়া হয়েছে। আগামীতে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও গাছের চারা লাগানো হবে। সাথে সাথে আমরা শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব, প্লাস্টিকের যত্রতত্র ব্যবহারে তার ক্ষতিকর প্রভাব এবং আনুসঙ্গিক বিভিন্ন বিষয়ে জানানোর চেষ্টা করেছি- যাতে তারা এখন থেকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news