জসিনুর রহমান জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মাছের খাদ্য, পশুখাদ্য ও ভ্যাটেনারী ওষুধ বিক্রেতা প্রোঃ রুবেল ইসলামের "রুবেল ফার্মেসিতে" ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন-মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জলঢাকা।
গতকাল বুধবার দুপুরে উপজেলার মীরগঞ্জ হাটের
রুবেল ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রুবেল ইসলাম ভ্রাম্যমান আদালতে মাছ ও গরুর খাদ্য বিক্রয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হয় এবং সেই সাথে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ও
ওষধ পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ২০ ধারায় তাকে জরিমানা করা হয়।
এসময় আদালত তাকে দ্রুত সময়ের মধ্যে খাদ্য বিক্রয়ের লাইসেন্স করার তাগিদ দেন এবং ভবিষ্যতে তার দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news